শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে মাদক বিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে তাকে নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিন বাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন পৌর শহরের দক্ষিন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানার পুলিশ। এসময় নজরুল ইসলামের বসতঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদসহ হাসিবুল হাসান ইমনকে গ্রেফতার করা হয়। এদিকে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত হাসিবুল হাসান ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হামিদুর/দেশবার্তা