ঢাকাTuesday , 16 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

admin
May 16, 2023 4:02 am
Link Copied!

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সোমেশ্বরী নদীর বালিজুড়ি ব্রীজ সংলগ্ন ৩০০ মিটার দূর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নামাসিড়ি এলাকার সুরুজ আলীর ছেলে মো. রফিক (৪৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৪ মে রোববার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সহযোগিতা করেন, ঝিনাইগাতী থানা পুলিশের সদস্যগণ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আসামীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রীজের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রীজটি যে কোন সময় ধ্বসে যেতে পারে। তিনি আরো বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

হারুন অর রশিদ দুদু/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০