ঢাকাMonday , 3 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

নকলায় ইমামগণের মাঝে সম্প্রীতি হাদিয়া প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
April 3, 2023 6:58 am
Link Copied!

শেরপুর জেলার ‘নকলা ফ্রেন্ডস ক্লাব’ নামক সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংঘের উদ্যোগে পৌর এলাকাস্থ মসজিদের নিয়মিত ইমামগণের মাঝে সম্প্রীতি হাদিয়া প্রদান এবং ইসলামিক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নকলা ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি এইচ.এম আরিফুল ইসলাম রাশেদ-এর সভাপতিত্বে ওই হাদিয়া প্রদান, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জুব্বার, কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ওলিউল্লাহ, আলহাজ্ব মো. কিতাব আলী প্রমুখ।

‘পরোপকারে বন্ধু বাড়ে, অহংকারে পতন, সৎ কর্মে সফলতা, মন্দ হোক দূরীকরণ’ এই শ্লোগানকে ধারন করে অনুষ্ঠানটিকে পাঁচটি সেশনে বিভক্ত করা হয়।

প্রথম সেশনে অতিথিবৃন্দের আসন গ্রহন। এরপরে মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে বঙ্গানুবাদসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আল-আমিন সেলিম। পরে বঙ্গানুবাদসহ হাদিস তর্জমা করেন মাওলানা মুফতী আনসারুল্লাহ (তারা আলম)। এরপরে পর্যায়ক্রমে মসজিদের সেবাকারীদের জন্য দুনিয়া ও আখিরাতে পুরষ্কার বিষয়ে আলোচনা করেন জোড়া ব্রীজপাড় আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন মাসতুরা-আশরাফিয়া কাওমী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আব্দুল জলিল, রমজানে করণীয়, বর্জনীয় দিকসমূহ ও রোজার ফজিলত বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নকলা বড় মসজিদের খতিব মাওলানা মো. সামছুল হুদা। রোজাদারদের জন্য দুনিয়ার সম্মান ও আখিরাতের পুরষ্কার বিষয়ে আলোচনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল কাসেমী, মানব কল্যাণ ও সমাজ সেবার কর্ম পদ্ধতি, পরিধি ও নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম।

তৃতীয় অধিবেশনে অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য শেষে চতুর্থ অধিবেশনে অতিথিরা পৌর এলাকাস্থ মসজিদের ইমামগণের মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগে ভরে একটি করে জায়নামাজ, পাঞ্জাবী/জোব্বার কাপড়, তজবি, টুপি ও মেসওয়াক সমূহ সম্প্রীতি হাদিয়া হিসেবে তুলে দেন। পঞ্চম তথা শেষ সেশনে নকলা ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি এইচ.এম আরিফুল ইসলাম রাশেদ সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

এসময় নকলা ফ্রেন্ডস ক্লাবের মহাসচিব মাওলানা মো. আল-আমিন সেলিম, দপ্তর সম্পাদক মো. রুকুন উজ্জামান, প্রচার সম্পাদক মাওলানা মো. উসমান গণি, অর্থ সম্পাদক মো. রুবেল মিয়া, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য আব্দুর রফিক, সিমানুর রহমান সুখনসহ নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সমন্বয়ক সাংবাদিক হযরত আলীসহ সাংবাদিক শাহাজাদা স্বপন ও মোতালেব সেলিম, পৌর এলাকাস্থ বিভিন্ন মসজিদের ইমামগণ, ধর্মপ্রাণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত রোজাদারগণ উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ করা হয়।

মোশারফ হোসাইন/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০