ঢাকাWednesday , 4 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

হাভানায় সম্পূর্ণভাবে অভিবাসী ভিসা পরিষেবা ফের শুরু করেছে যুক্তরাষ্ট্র

admin
January 4, 2023 10:13 am
Link Copied!

মার্কিন কূটনীতিকদের ওপর রহস্যজনক ‘সনিক অ্যাটাকের’ কারণে বন্ধ করে দেওয়ার পাঁচ বছর পর হাভানায় যুক্তরাষ্ট্র কনস্যুলেট বুধবার কিউবার নাগরিকদের জন্য তাদের পুরোপুরি অভিবাসী ভিসা পরিষেবা ফের শুরু করেছে। খবর এএফপি’র।
কিউবা বিগত ৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে পড়ায় কমিউনিস্ট শাসিত এ দ্বীপ রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে রেকর্ড বহির্গমনের প্রেক্ষাপটে ফের এ সেবা চালু করা হলো। প্রধানত, অনথিভূক্ত অভিবাসীদের সুযোগ দিতে এ পদক্ষেপ নেওয়া হয়।

এ দূতাবাস গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র হাভানায় কনস্যুলার কার্যক্রম সম্প্রসারণ এবং কিউবান ফ্যামিলি রিইউনিফিকেশন প্যারোল প্রোগ্রাম (সিএফআরপি) পুনরায় চালু করার মাধ্যমে দেশটির নাগরিকদের নিরাপদ, বৈধ এবং সুশৃঙ্খলভাবে অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে।’

কনস্যুলেটটি ‘অভিবাসী ভিসা প্রসেসিং’ এর জন্য সম্পূর্ণরূপে খোলা হবে। যদিও পর্যটন ভিসা আপাতত সীমাবদ্ধ না।
হাভানার কূটনৈতিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা হাভানা সিনড্রোম নিয়ে অসুস্থ হয়ে পড়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে কনস্যুলেটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সনিক অ্যাটাকের পর তাদের এ উপসর্গ দেখা দিয়েছিল। সূত্র: বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০