ঢাকাWednesday , 23 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার

শেরপুরে বিএনপির বিক্ষোভ: পুলিশের উপর হামলা, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

admin
November 23, 2022 8:06 am
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে এক ছাত্রদল কর্মী নিহত হওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং শ্রীবরদী উপজেলার তাঁতীদলের সমাবেশ শেষে ১৫ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে শেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে সাবেক সাংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসভবন জেলা শহরের গৃদ্দানারায়ণপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যাবার সময় পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য বলেন। এসময় বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের উপর চড়াও হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় বিএনপি ও পুলিশের সাথে এক সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ১০১ টি রাবার বুলেট ও ২২টি টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে বিএনপি নেতাকর্মীদের ইট পাটকেলে পুলিশ অফিসারসহ ৬ পুলিশ আহত হয়েছে এবং বিএনপি নেতাকর্মী আহত হয়। এঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশি কাজে বাধা এবং পুলিশের উপর হামলা ও আহতর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করেছে। সেই সাথে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করেছে এবং আহত হয়েছে অনেক নেতাকর্মী।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০