ঢাকাSunday , 30 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার

শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
October 30, 2022 5:55 am
Link Copied!

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে সাড়ে ৩ টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন।

র‌্যালিটি পুলিশ সুপারের কার্যালয় হইতে সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে জেলা পুলিশ, কমিনিটি পুলিশিং ফোরাম, স্কুল, কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে কমিউনিটি পুলিশিং কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ শেরপুর কর্তৃক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ -আল-মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ এস এম নুরুল ইসলাম হিরু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য।

উক্ত আলোচনা সভায় সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয়ে জনসচেতনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম আগামী ১০০ দিনের ৭টি প্রধান কার্যক্রমের মধ্যে বড় উদ্যোগে ছিলো মাসিক সম্পাদকীয় ‘পুলিশ বুলেটিন’ প্রকাশ করা। সেই কার্যক্রমের অংশ হিসেবে আজ ‘পুলিশ বুলেটিন’ প্রথম সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা। এই ম্যাগাজিনের মাধ্যমে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি শেরপুর জেলাবাসীর প্রত্যাশিত পুলিশি সেবার প্রতিফলন থাকবে।

উক্ত অনুষ্ঠানে শেরপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার’কে ক্রেস্ট ও সার্টিফিকে প্রদান করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম।

এসময় নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার প্রকাশক সম্পাদক মো. সাদুজ্জামান সাদী, সকল থানার অফিসার ইনচার্জগণ, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার বিভিন্ন থানার স্ব-স্ব অফিসার ইনচার্জের উদ্যোগে যথাযথ মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালন করা হয়েছে।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০