ঢাকাThursday , 8 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার

বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী দল

admin
September 8, 2022 9:46 am
Link Copied!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে বেশিরভাগ সময় আলোচনার বাইরে থাকেন নারীরা। অথচ দেশকে বারবারই গর্বিত করেছেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকিরা। তাদের হাত ধরেই প্রথমবারের মতো নারী ওডিআই বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। এবার সামনে নতুন মিশন, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে পার করতে হবে বাছাইপর্বের বাধা। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে অধিনায়ক জ্যোতি জানিয়েছেন প্রথম লক্ষ্য থাকবে বিশ্বকাপে কোয়ালিফাই করা।

অধিনায়ক বলেন, ‘প্রথমত বলবো আমাদের উদ্দেশ্য থাকবে বিশ্বকাপ কোয়ালিফাই করা। লম্বা সময় ধরে আমরা ক্রিকেট খেলছি, আমাদের ব্যাটার বা পুরো টিম যদি ভালো করে তাহলে আমরা এখানে ভালো করতে পারবো।’

দুবাইয়ের কন্ডিশন ভিন্ন থাকায় নারী ক্রিকেটাররা কয়েকদিন আগেই যাচ্ছেন সে দেশে। এ বিষয়ে জ্যোতি বলেন, ‘কন্ডিশন চিন্তা করেই বোর্ড আমাদের আগেই সেখানে নিয়ে যাচ্ছে। দুবাইয়ের কন্ডিশন আমাদের থেকে কিছুটা ভিন্ন।’

সর্বশেষ বিশ্বকাপেও চোখে পড়েছে নারী দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের দুর্বলতা। যদিও এই অধিনায়কের দাবি পাওয়ার হিটিং নিয়ে অনেক কাজ করেছেন তার দলের সদস্যরা।

জ্যোতি বলেন, ‘ব্যাটিংয়ে অনেক ব্যাটার আছে। শেষ এনসিএলে আমরা অনেক ভালো খেলছি। সোবানা, রিতু মনি, জাহানারা আপু আছে। আগে দলের অনেকে বড় শট খেলতে পারতো না, এখন শেষের ব্যাটসম্যানরাও সবাই ভালো করছে। ইনডোর আউটডোরে আমরা পাওয়ার হিটিংয়ের জন্য অনেক অনুশীলন করেছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০