ঢাকাThursday , 1 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার

শেরপুরে স্কুলছাত্র রিমন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

admin
September 1, 2022 11:48 am
Link Copied!

শেরপুরে রিমন হাসান (১৪) নামে এক অষ্টম শ্রেণির ছাত্র হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিহত রিমনের গ্রাম খুনুয়া এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শেরপুর শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, প্রভাষক মতিউর রহমান, রফিকুল ইসলাম মাস্টার, মনিরুল ইসলাম মাস্টার, সমাজসেবক ওয়াজেদ আলী, নিহত স্কুলছাত্র রিমনের বাবা মো. সাগর মিয়া, মা রশিদা বেগমসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা রিমন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বৃহস্পতিবার বিকেলে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও র‌্যাবও চেষ্টা করছে। আমরা আশা করছি খুব দ্রুতই রহস্য উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের আওতায় আনতে পারবো।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট শুক্রবার শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের একটি টয়লেট থেকে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রিমনের বিবস্ত্র ও কাদামাখা লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। নিহত রিমন পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের মো. সাগর মিয়ার ছেলে। এ ঘটনায় পরদিন ২৭ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রিমনের বাবা।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০