ঢাকাWednesday , 17 August 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার

শেরপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

admin
August 17, 2022 9:25 am
Link Copied!

শেরপুরে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন, শেরপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশনা দেন।

এছাড়াও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী ও লছমনপুর ইউপি চেয়ারম্যান আঃ হাই বলেন, মাদক বিক্রেতা, মাদকসেবী গ্রামগঞ্জে আশংকাজনক হারে বেড়েছে এবং মাদক এখন সহজলভ্য হওয়ায় বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জে এর বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। তাই দ্রুত পুলিশের অভিযান পরিচালনা করে মাদক প্রতিরোধ করা দরকার।

সভায় বক্তব্য রাখেন সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বছির আহম্মেদ বাদল, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।

এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জল হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ খবিরুজ্জামান খাঁন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, শেরপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব মো. ফখরুল মজিদ খোকন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, গাজীরখামার ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন দুলাল, বাইয়েরচর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল আলম, কামারিয়া ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, ধলা ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম, চরশেরপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম রেজা, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী, রৌহা ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেল ও ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহারসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০