ঢাকাTuesday , 2 August 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

ম্যাককয়ের বিধ্বংসী বোলিংয়ে সিরিজে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ

admin
August 2, 2022 6:15 am
Link Copied!

স্পোর্টস ডেস্ক: বাঁ-হাতি পেসার ওবেড ম্যাককয়ের বিধ্বংসী বোলিংয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরালো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে ভারতকে। ৪ ওভার বল করে ১৭ রানে ৬ উইকেট নেন ম্যাককয়ে।

২০১৯ সালের ডিসেম্বরের পর সাদা বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল ক্যারিবীয়রা। এসময় ৮টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছিলো দু’দল।

সেন্ট কিটসে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচের ভেন্যু ত্রিনিদাদ থেকে সেন্ট কিটসে ক্রিকেটারদের ক্রিকেটীয় সরঞ্জাম পৌঁছাতে না পারায় দুই ঘন্টা দেরিতে শুরু হয় খেলা। টস জিতে প্রথমে বোলিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।

ইনিংসের প্রথম বলেই দারুন এক ডেলিভারিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে বিদায় দেন ম্যাককয়ে। শুরুর ধাক্কা সামলে ভারতকে খেলায় ফেরানোর চেষ্টা করেছিলেন পরের তিন ব্যাটার। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ম্যাককয়-আলজারি জোসেফ ও আকিল হোসেনের শিকার হন তারা। সূর্যকুমার যাদব ৬ বলে ১১, শ্রেয়াস আইয়ার ১০ ও ঋসভ পান্থ ১২ বলে ২৪ রান করেন। ফলে ৬১ রানে ৪ উইকেট হারায় ভারত। পঞ্চম উইকেটে ৪৩ বলে ৪৩ রানের জুটি গড়ে ভারতের রান তিন অংকে নিয়ে যান হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। পান্ডিয়াকে ৩১ রানে শিকার করে জুটি ভাঙ্গেন জেসন হোল্ডার। তখন ভারতের স্কোর ৫ উইকেটে ১০৪ রান।  নিজের দ্বিতীয় স্পেলে বল হাতে ভয়ংকর হয়ে উঠেন ম্যাককয়। প্রথম স্পেলে দুই ওভারে ১ মেডেনে ১০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। পরের দুই ওভারে ৭ রানে ৪ উইকেট নেন ম্যাককয়। ফলে ২ বল বাকী থাকতে ১৩৮ রানে অলআউট হয় ভারত। জাদেজা ২৭ রান করেন। ১৭ রানে ৬ উইকেট নেন ম্যাককয়। ১৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। টি-টোয়েন্টিতে ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকারের রেকর্ডের তালিকায় নাম তুলেন ম্যাককয়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টি-টোয়েন্টিতে এটাই কোন বোলারের সেরা বোলিং ফিগার।
সিরিজে সমতা ফেরাতে ১৩৯ রানের টার্গেটে ওপেনার ব্র্যান্ডন কিংয়ের দারুন ব্যাটিংয়ে লড়াই করছিলো ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্স ৮, অধিনায়ক নিকোলাস পুরান ১৪ ও শিমরন হেটমায়ার ৬ রানে ফিরলেও, অন্যপ্রান্তে ক্যারিবীয়দের রানের চাকা ঘুড়িয়েছেন কিং। ৩৯ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করেছেন তিনি। ১৬তম ওভারে কিংকে বোল্ড করে ভারতকে দারুন ব্রেক-থ্রু এনে দেন পেসার আবেশ খান। ৮টি চার ও ২টি ছক্কায় ৫২ বলে ৬৮ রান করেন কিং। কিং যখন ফিরেন তখন জেতার জন্য ২৭ বলে ৩২ রান দরকার ছিলো ওয়েস্ট ইন্ডিজের। শেষদিকে নিয়নিন্ত্রত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দেয় ভারতীয় বোলাররা। তাতে শেষ ওভারে ১০ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। ফলে ম্যাচ জয়ের সম্ভাবনা ছিলো দু’দলেরই। কিন্তু শেষ ওভারের প্রথম বলটি নো-ডেলিভারি করেন আবেশ। পরের ডেলিভারিতে ছক্কায় ম্যাচের লাগাম টেনে ধরেন ডেভন থমাস। দ্বিতীয় বলে বাউন্ডারি দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন থমাস। ১টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩১ রান করেন থমাস। ম্যাচ সেরা হন ম্যাককয়। আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আবারও মুখোমুখি হবে দু’দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০