ঢাকাTuesday , 19 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

‘শেখ হাসিনা আমাদের ভালোবাসায় বন্দি’

admin
July 19, 2022 6:17 am
Link Copied!

অনলাইন ডেস্ক: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত প্রবাহিত। সেজন্যই তিনি পারছেন অসম্ভবকে সম্ভব করতে। শেখ হাসিনাকে আমরা কারাগার থেকে মুক্ত করেছিলাম। এখন তিনি বন্দি আমাদের ভালোবাসায়।’

‘পরাজিত শক্তি এখনো এই দেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। ফলে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা এখনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করছি। যারা বঙ্গবন্ধুর খুনিদের লালন পালন করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখনো সংগ্রামের মধ্যে আছি।’

রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, যেখানে হত্যা ক্যুর রাজনীতি একটা অভ্যাসে পরিণত হয়, সেই দেশে এ ধরনের খেলা বন্ধ হয়নি। কিন্তু আমাদের কথা একটাই- যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’ আমরা বলতে চাই- কারাগার থেকে মুক্ত করেছি বোন, ভগ্নি, মা, কন্যা তোমাকে। জনগণের ভালোবাসার কারাগারে আবদ্ধ রেখে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বন্দি আমাদের ভালোবাসায়। বঙ্গবন্ধু বলেছিলেন- ‘আমি সাত কোটি বাঙালির ভালোবাসার কাঙাল।’ শেখ হাসিনাও এই দেশের মানুষের ভালোবাসায় বন্দি হয়ে থাকবেন। বাংলাদেশকে ঐশ্বর্যের পথে এগিয়ে নিয়ে যাবেন মহান আল্লাহর কাছে এটাই আমাদের চাওয়া।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, শেখ হাসিনাকে গ্রেফতার করা ছিল পূর্ব পরিকল্পিত। তার বেশি চেয়েছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। পাকিস্তান যেমন চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে, তেমনি শেখ হাসিনাকে গ্রেফতার করার মধ্য দিয়ে তারা আওয়ামী লীগকেও ধ্বংস করতে চেয়েছিল। তিনি আরও বলেন, তারা ভেবেছিল- আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাও থাকবে না। তাই আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত প্রবাহিত। সেজন্যই তিনি পারছেন এই অসম্ভবকে সম্ভব করতে। বঙ্গবন্ধু আমাদের এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। তারই যোগ্য কন্যা আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়ে বিশ্বে মাথা উঁচু করেছেন।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা এখনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করছি। যারা বঙ্গবন্ধুর খুনিদের লালন পালন করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। পরাজিত শক্তি এখনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখনো সংগ্রামের মধ্যে আছি।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীরা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০