ঢাকাTuesday , 10 May 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ফাইনালে বাংলাদেশের রোমান সানা

admin
May 10, 2022 3:41 am
Link Copied!

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং, স্টেজ-২ আরচারি  টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের মো: রোমান সানা । আগামী ১১ মে অনুষ্ঠেয় ফাইনালে ভারতের চৌহান মৃণালের মোকাবেলা করবেন তিনি।

ইরাকের সোলেমানিয়ায় চলমান এই প্রতিযোগিতায় এলিমিনেশন (নক-আউট) রাউন্ডের ১/১৬ খেলায় রোমান সানা ৬-০ সেটে কুয়েতের আলরাশিদী ফয়সেলকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি ৬-২ সেটে কাজাখস্তানের ম্যাগজানভ ভ্লাদিস্লাভকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল এবং সেখানে ৬-২ সেটে নিজ দেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলকে হারিয়ে সেমি-ফাইনালে উন্নীত হন।  সেমিতে রোমান সানা ৬-০ সেটে উজবেকিস্তানের সাদিকভ আমিরখানকে হারিয়ে ফাইনালে উন্নীত হন।

এদিকে ১/১৬ খেলায় বাংলাদেশের আব্দুর রহমান আলিফ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে তিনি উজবেকিস্তানের সাদিকভ আমিরখানের সাথে প্রথম পর্যায়ে ৫-৫ সেটে ড্র করেন। পরবর্তীতে দু’জন ১টি করে তীর ছুড়ে। এতে  রুবেল ৮ স্কোর করলেও আমিরখানের স্কোর হয় ৯। এতেই ছিঠকে পড়েন রুবেল।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের সুমা বিশ্বাস। সেমি-ফাইনালে তিনি ১৩৭-১৪৬ স্কোরে ভারতের কৌর পারনীতের কাছে হেরে গেছেন। আগামীকাল ব্রোঞ্জ মেডেল ম্যাচে নিজ দেশের শ্যামলী রায়ের মোকাবেলা করবেন সুমা বিশ্বাস।

সূত্র : বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০