ঢাকাMonday , 18 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে যৌতুক ও বাল্যবিবাহকে না করলো শিক্ষার্থীরা

admin
April 18, 2022 11:03 am
Link Copied!

“যৌতুককে না বলুন, বাল্যবিবাহকে না বলুন” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে শেরপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে জেলা যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী ফোরামের আয়োজনে এবং বীর প্রতীক কর্ণেল (অব:) মোহাম্মেদ দিদারুল আলম ফাউন্ডেশনের সহযোগিতায় ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর প্রতীক কর্ণেল মোহাম্মেদ দিদারুল আলম।

রক্তসৈনিক বাংলাদেশের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও যৌতুক এবং বাল্যবিবাহ বিরোধী ফোরামের জেলা সমন্বয়ক মো. আল আমিন রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দেবতোষ কুমার নিয়োগী, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা, সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সাগরিকা তালুকদার, নারী উদ্যোক্তা তাহমিনা জলি প্রমুখ।

বক্তব্য শেষে শিক্ষার্থীরা যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে হাত তুলে অঙ্গীকার করে। পরে তাদের মাঝে করোনা প্রতিরোধে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়। ওই সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদুল খান সৌরভ/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০