ঢাকাTuesday , 5 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

admin
April 5, 2022 8:59 am
Link Copied!

শেরপুরে অপহরণের ১১ দিন পর সেই কিশোরী স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ এপ্রিল) মধ্যরাতে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঞা মো. জোবায়ের খালিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার ধলা ইউনিয়নের ধলা গ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে দুপুরে আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দিতে সে প্রধান আসামি মমিনসহ কয়েকজন মিলে তাকে অপহরণের কথা জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা মিঞা মো. জোবায়ের খালিদ জানান, অপহরণের পরপরই রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা এবং স্বপন মিয়া নামে প্রধান আসামি মমিন মিয়ার এক সহযোগীকে গ্রেফতারের পর আসামিরা ভিকটিমকে নিয়ে এলাকার কাছাকাছি চলে আসে। ঘটনা থেকে বাঁচতে স্থানীয়ভাবে নানা তয়-তদবির শুরু করে তারা। ওই অবস্থায় গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সদর উপজেলার প্রত্যন্ত পল্লী ধলা গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। তবে প্রধান আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে।

তিনি জানান, ইতোমধ্যে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পাশাপাশি আদালতে তার জবানবন্দি গৃহিত হয়েছে। জবানবন্দিতে সে তাকে প্রধান আসামি মমিনসহ ৫ জন মিলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে যায় এবং ১০দিন বিভিন্ন জায়গায় আটক রেখে মমিন শারীরিক মেলামেশা করে- এমন তথ্য উঠে এসেছে। তিনি আরও জানান, বর্তমানে প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত শেষে মাকে নিয়ে ফেরার পথে অপহরণ হয় পার্শ্ববর্তী দিঘারপাড় মহল্লার এক ব্যবসায়ীর মেয়ে ও মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী। ওই ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মমিন মিয়া (২৬) কে প্রধান আসামি করে স্থানীয় শামীম মিয়া (২৫), জুবাইদুল (৩২), রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া গ্রামে শাকিল মিয়া (২০)সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় শনিবার (২ এপ্রিল) স্বপন নামে এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০