বিভিন্ন অ্যাপস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন জোরদারে শেরপুরে যুবদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) দু’দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। শহরের রাজাবাজার ডায়নামিক আইটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। প্রথম দিনের প্রশিক্ষণে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর যুব ফোরামের ২০ জন তরুণ-তরুনী এবং দ্বিতীয় দিন আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের (আইপি) ২০ জন এইচআরডি (হিউম্যান পাইটস ডিফেন্ডার্স ফোরাম) যুব সদস্য অংশগ্রহণ করেন। সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন ডায়নামিক আইটি ইনস্টিটিউটের পরিচালক উদ্যোক্তা আব্দুস সাত্তার রনি। এতে উদ্দীপনামুলক বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ওয়েব ডেভেলপার মাওলানা মিনহাজ উদ্দিন, সাংবাদিক হাকিম বাবুল। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ, আদিবাসী নেতা সুমন্ত বর্মন প্রমুখ। প্রশিক্ষন পরিচালনা করেন আইইডি’র সহযোগী সমন্বয়কারী পংকজ গোস্বামী।
প্রশিক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য প্ল্যাটফরম এবং সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা, নতুন সমাজ ও আমাদের প্রস্ততি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এআইয়ের প্রাথমিক ধারণা প্রদান করা হয়। তাছাড়া ব্যক্তি, পরিবার ও সমাজে এআইয়ের নানামাত্রিক প্রয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এআই টুলস, এআই টুলসের ব্যবহার ও সচেতনতা বিষয়ে অবহিত করা হয়। সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে কুতথ্য ও গুজব চিহ্নিতকণ এবং এ থেকে পরিত্রাণের উপায়, প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তি ও সামাজিক কল্যাণ সাধনের উপায় ও কার্যকর কৌশল সম্পর্কে আলোকপাত করা হয়। ভালোকিছু গ্রহণ করার সাথে সাথে খারাপগুলোও বর্জন করার কৌশল, তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে সচেতনতা এবং অনলাইন জগতে কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।
আইইডি’র সহযোগী সমন্বয়কারী পংকজ গোস্বামী বলেন, আইসিটি বিপ্লবের এই সময়ে এআই, চ্যাটজিপিটির মতো নতুন নতুন প্রযুক্তি মানুষের জীবনে কায়িক পরিশ্রমকে কমিয়ে আরামদায়ক করেছে, জীবনযাত্রাকে সহজ করেছে। এসব নতুন নতুন প্রযুক্তি অনেক পেশাকে চ্যালেঞ্জের মুখে যেমন ফেলেছে। তেমনি নতুন নতুন অনেক সম্ভাবনাও তৈরী করেছে। এজন্য আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। আইসিটিতে দক্ষতা অর্জন ছাড়া বর্তমান সময়ে টিকে থাকা বেশ চ্যালেঞ্জিং। আইসিটিতে দক্ষতা অর্জন করলে ঘরে থেকেই বিশ্বব্যাপী আয়-উপার্জনের সুযোগ রয়েছে। যুবরাই এ ক্ষেত্রে এগিয়ে থাকবেন বলে তিনি তাদেরকে আইসিটি ও নতুন নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : 









