তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুর খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা’র সহযোগিতায় ওই খেলা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা দল ও সিরাজগঞ্জের মধ্যে অনুষ্ঠিত ওই খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সিনিয়র-সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিম মনির সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান ও পৌর প্রশাসক শাকিল আহমেদ।
এসময় খেলা পরিচালনা কমিটির আহবায়ক মো. খন্দকার আব্দুল হামিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা জিন্নত আলীসহ ক্রীড়াঙ্গনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫। এই আসরে প্রাথমিক রাউন্ডে ৬৪ জেলা ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রথম দুই ধাপ হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। সেখান থেকে ৬৪ দল কমে হবে ৩২, এরপর ১৬। শেষ পর্যন্ত নকআউট পর্বে সেমিফাইনাল শেষে ফাইনাল হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়।
নিজস্ব প্রতিবেদক : 















