ঘরে ঘরে খবর দে, ধর্ষকদের কবর দে, ধর্ষকের ফাঁসি চাই, এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেন শেরপুর জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। ৯ মার্চ রোববার দুপুর ২টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ঘণ্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে শেরপুর জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
প্রতিবাদ মিছিলে উত্থাপিত দাবি সমূহ: শেরপুর জেলা আইনজীবী সমিতির কোনো আইনজীবী ধর্ষণকারীর পক্ষে মামলা লড়তে পারবে না। অভিযোগের ৯০ দিনের মধ্যে অথবা সম্ভব হলে এর চেয়েও দ্রুত ধর্ষণকারীর শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণকারীকে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রয়োগ করতেই হবে।