Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

  • Reporter Name
  • Update Time : ১২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৯ Time View

শেরপুর জেলা শহরের পৌরসভার পূর্বশেরী অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় ২৩ ফেব্রুয়ারি রোববার রাত ১টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, মোটরসাইকেল ও পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই রনি (১২) ও গৌরব (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামের জনৈক মঞ্জু মিয়ার ছেলে রনি এবং শেরপুর পৌরসভার দূর্গানারায়নপুর মহল্লার সঞ্জিত চন্দ্র দে এর ছেলে গৌরব দে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাত ১টার দিকে শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে একটি মাইক্রোবাস পূর্বশেরী অষ্টমীতলা এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে এবং পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী রনি ও গৌরব ঘটনাস্থলেই নিহত হন। সেই সাথে গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক শুভ। এসময় মাইক্রোবাসটির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী আহত হন। আহত শুভ ও নিহতরা নিউমার্কেট কালার ডিজিটাল নামের একটি দোকানের কর্মচারী বলে জানা গেছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শুভ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

Update Time : ১২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

শেরপুর জেলা শহরের পৌরসভার পূর্বশেরী অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় ২৩ ফেব্রুয়ারি রোববার রাত ১টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, মোটরসাইকেল ও পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই রনি (১২) ও গৌরব (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামের জনৈক মঞ্জু মিয়ার ছেলে রনি এবং শেরপুর পৌরসভার দূর্গানারায়নপুর মহল্লার সঞ্জিত চন্দ্র দে এর ছেলে গৌরব দে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাত ১টার দিকে শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে একটি মাইক্রোবাস পূর্বশেরী অষ্টমীতলা এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে এবং পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী রনি ও গৌরব ঘটনাস্থলেই নিহত হন। সেই সাথে গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক শুভ। এসময় মাইক্রোবাসটির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী আহত হন। আহত শুভ ও নিহতরা নিউমার্কেট কালার ডিজিটাল নামের একটি দোকানের কর্মচারী বলে জানা গেছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শুভ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।