ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত সমিতির বার্ষিক সাধারণ সভায় ওই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের অন্তবর্তীকালীন পরিষদের আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সদস্য সচিব এ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা। অডিট রিপোর্ট পেশ করেন অডিটরের দায়িত্বে থাকা সদস্য এ্যাডভোকেট মো. ফরহাদ আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা দায়রা আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান, সাবেক সভাপতি এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাখাওয়াত উল্লাহ তারা, এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন ও এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।
অনুষ্ঠানে পেশাগত জীবনের ৪০ বছর উত্তীর্ণ করায় সিনিয়র সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, আলহাজ্ব এ্যাডভোকেট মিজানুর রহমান, আলহাজ্ব এ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ ও আলহাজ্ব এ্যাডভোকেট আবুজার গাফফারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া আইনজীবীদের কৃতি শিক্ষার্থী সন্তানসহ অভ্যন্তরিণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দ্বিতীয় পর্বে পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সদস্যরা হচ্ছেন এ্যাডভোকেট মো. জাহিদুল হক আধার, এ্যাডভোকেট মো. শাহীদউল্লাহ শাহী, এ্যাডভোকেট আবু হেনা খন্দকার মমতাজুল করিম ও এ্যাডভোকেট রওশন কবীর আলমগীর।
পরে বার্ষিক ভোজসভায় মিলিত হন জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির, জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ বিচার বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।