শেরপুরে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান উপ-সচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি
- আপডেট সময় : ১১:০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় শেরপুর জেলা শহরের সরকারি কলেজ গেইটে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
চলমান সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত সংক্রান্ত সুপারিশ প্রস্তাব প্রত্যাখ্যান এবং উপ-সচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাষ্ট্র সংষ্কারের জন্য সরকার ইতোমধ্যে ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশন ব্যতিক্রম, ৮ সদস্যের গঠিত কমিশনের কমিশন প্রধানসহ ৬ জন সদস্যই একটি ক্যাডারের এবং বাকী ২৫টি ক্যাডারের কোন সদস্য নেই। পরিষদ মনে করে বিদ্যমান বৈষম্যপূর্ণ জনপ্রশাসন সংস্কার কমিশন বৈষম্য আরো বৃদ্ধি করবে এবং সিভিল প্রশাসন আরো গণবিরোধী হবে যা ইতোপূর্বেই ঘটেছিল। তাই আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এই কমিশন প্রত্যাখ্যান করেছে। এদিকে পরিষদের মাধ্যমে সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কমিশন পুনঃগঠন করতে মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে পত্র দেয়া হয়েছে এবং যদি তাদের দাবি মানা না হয় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ও শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম রেজাউল করিম জুয়েল, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আলিফ উল্যাহ আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, শেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক শীব শংকর কারুয়া শিবু, সহযোগি অধ্যাপক মোঃ আব্দুল কাদের, মেডিকেল অফিসার আহসান হাবিব প্রমুখ।