‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, নিজে বাঁচি, বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’-এমন শ্লোগানে শেরপুরে বৃক্ষরোপন অভিযান শুরু করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ ও শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের চৌধুরীবাড়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে ১৪ জুলাই রোববার বিকেল ৪ ঘটিকায় মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন সদর থানার ওসি মো. এমদাদুল হক। এ উপলক্ষে চৌধুরীবাড়ী খোশ মুহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মিনায়তনে ‘জলবায়ূ পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপনের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি মো. এমদাদুল হক, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, উদীচী জেলা সভাপতি ও মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার, মাদ্রাসার অধ্যক্ষ মো. কামরুজ্জামান, পাখি বিশারদ সুজয় মালাকার, শহীদুজ্জামান শহীদ, সাংবাদিক হাকিম বাবুল, বিতার্কিক শাহ মো. ইমতিয়াজ চৌধুরী প্রমুখ। পরে সেখানকার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান চত্বর, মসজিদ প্রাঙ্গণ, প্রধান সড়কের পাশে ও কবরস্থানে দেড় শতাধিক ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়। তাছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের ফুল, ফল ও কাঠ গাছের চারা বিতরণ করা হয়। জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক এবং শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব উপদেষ্টা মো. আবু কালাম আজাদ জানান, এবারের চলতি বর্ষা মৌসুমে শেরপুর জেলায় তিন হাজার বৃক্ষরোপন এবং দুই হাজার গাছের চারা বিতরণ করার কমসূচি গ্রহণ করা হয়েছে। যার উদ্বোধন করা হলো কামারেরচর চৌধুরীবাড়ী প্রাঙ্গণ থেকে। কেবল বৃক্ষরোপনই নয়, রোপিত গাছগুলো যাতে সংরক্ষণ ও টেকসইভাবে বেড়ে ওঠতে পারে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানীয় জনগোষ্ঠিকে উদ্ধুদ্ধকরণ ও সম্পৃক্তকরণের পদক্ষেপও নেওয়া হয়েছে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক এবং কবরস্থান ও সদর রাস্তার পাশে বৃক্ষরোপন কর্মসূচির প্রতি জোড় দেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগী হিসেবে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি এবং খোশ মুহাম্মদ চৌধুরী ফাউন্ডেশন।
হামিদুর রহমান/দেশবার্তা