শেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শেরপুর জেলা প্রশাসন ৪ জুলাই বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশন পুশ করার সময় অমিত পাল (৩১) ও মোঃ এনামুল হক (৩৬) নামে দুই মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্তরা হলো- শেরপুর পৌরসভার দুর্গানারায়ণপুর মহল্লার শ্যামল পালের ছেলে অমিত পাল এবং একই মহল্লার গাজী মিয়ার ছেলে মোঃ এনামুল হক।
শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাশে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় মাদকসেবী অমিত পাল ও এনামুল হক তাদের শরীরে নেশা জাতীয় ভ্রু পেন ইনজেকশন পুশ করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমিন ওই দুই মাদক সেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
পরে দণ্ডপ্রাপ্তদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান।
হামিদুর রহমান/দেশবার্তা