ঢাকাTuesday , 2 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট: শেরপুরে ছানুয়ার হোসেন মডেল কলেজ চ্যাম্পিয়ন

admin
July 2, 2024 4:42 am
Link Copied!

শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সদরের ছানুয়ার হোসেন মডেল কলেজ দল। ১ জুলাই সোমবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছানুয়ার হোসেন মডেল কলেজ দল ১-০ গোলে নকলার সরকারী হাজী জালমামুদ কলেজকে পরাজিত করে। খেলার শুরু থেকে উভয় দল আক্রমণ, পাল্টা আক্রমণে খেললেও বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত হওয়ায় স্বাভাবিক খেলা বাঁধাগ্রস্ত হয়। তবে খেলার প্রথমার্ধের ১৭ মিনিটে ছানুয়ার হোসেন মডেল কলেজের ১১ নং জার্সিধারী সোহেল রানা একমাত্র গোলটি করেন। চ্যাম্পিয়ন হওয়ায় ছানুয়ার হোসেন মডেল কলেজ ট্রফি ও মেডেল ছাড়াও প্রাইজমানি হিসেবে নগদ ২৫ হাজার টাকা পুরস্কার লাভ করে।

অপরদিকে রানারআপ দল নকলার সরকারি হাজী জালমামুদ কলেজকে ট্রফি ও মেডেল ছাড়াও প্রাইজমানি হিসেবে নগদ ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। ছানুয়ার হোসেন মডেল কলেজের ফাইনালের গোলদাতা সোহেল রানা ৪ খেলায় ৪টি গোল করে টুর্নামেন্টের সর্ব্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট, মিডফিল্ডার তামজিদ হাসান শ্রাবন সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল এবং মাঝমাঠের খেলোয়াড় শিশির ‘ম্যান অব দি ফাইনাল’ ট্রফি লাভ করেন। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ডিএফএ) হাকিম বাবুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ-খেলোয়াড়, পরিচালক ও ডিএসএস-ডিএফএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্ণামেন্ট ২০২৪। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে এবার শেরপুর জেলার কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রদের নিয়ে গড়া ১৬টি দল নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে। জেলার চ্যাম্পিয়ন ও রানারআপ দল দু’টি পরিবর্তীতে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে। পরে একই মঞ্চে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে অনুষ্ঠিত ডিএসএ দাবা প্রতিযোগিতা ও ৩য় স্কুল দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কারের ট্রফি, মেডেল, সনদপত্র, প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়।

হামিদুর রহমান/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০