বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে শেরপুরও অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা। ১২ জুন বুধবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসব সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, গণসংগীত, লোকসংগীত, সাধারণ নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি, একক অভিনয় ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ মোট ১০টি ইভেন্টের পৃথক তিনটি করে গ্রুপে মোট ৩০ টি গ্রুপে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩০ টি গ্রুপের প্রথম স্থান অধিকারী প্রতিযোগীরা পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমান সহ বিভিন্ন প্রতিযোগিতার বিচারকগণ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
হামিদুর/দেশবার্তা