ঢাকাThursday , 13 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে ভবনে অগ্নিকাণ্ডে ৩৫ জনের বেশি নিহত, কয়েক ডজন আহত

admin
June 13, 2024 5:08 am
Link Copied!

কুয়েতের একটি ভবনে অগ্নিকাণ্ডে ৩৫ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বিদেশী কর্মী বসবাস করা একটি এলাকায় এ ঘটনা ঘটে।  বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ভোরে কুয়েত সিটির দক্ষিণে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের পর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে ৪৩ জন দগ্ধ হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রিমিনাল এভিডেন্স বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল ইদ আল-ওওয়াইহান ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ‘আমরা স্থানীয় সময় ঠিক  ভোর ৬ টায় মাঙ্গাফ এলাকায় আগুন লাগার খবর পেয়েছি।’

সেখানে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫ জন ছাড়িয়ে গেছে।  ওওয়াইহান আরো বলেন, ফরেনসিক দল তিনটি লাশ শনাক্ত করেছে।

জেনারেল ফায়ার ডিপার্টমেন্টের এক সূত্র জানায়, নিচ তলায় আগুন ছড়িয়ে পড়ার পর ধোঁয়া ওঠার কারণে তাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং এক পর্যায়ে তারা প্রাণ হারায়।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফ বলেন, সম্ভাব্য অবহেলা তদন্তে ভবনের মালিককে আটক করা হয়েছে। মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০