ঢাকাThursday , 30 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে আ’লীগের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন হুইপ আতিক

admin
November 30, 2023 1:38 pm
Link Copied!

জাপার ২ জনসহ জাকের পার্টি ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ৬ জন

শেরপুর-১ (সদর) আসনের টানা ৬ষ্ঠবারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ বারের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন দাখিলকালে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগে সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে হুইপ আতিউর রহমান আতিক বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার আর্শিবাদে এবার টানা ৬ বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে আজ দাখিল করলাম। মনোনয়ন ঘোষণার পরপরই শেরপুরের মানুষ স্বতস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করে নিয়েছেন। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, এ নির্বাচনে জয়ী হলে শেরপুরের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই হবে আমার প্রধান কাজ। নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করে শেরপুরে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও রেললাইন নির্মাণসহ জনগণকে সাথে নিয়ে শেরপুরের বাকি উন্নয়নকাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়া একই দিনে শেরপুর-১ (সদর) আসনে আরও মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত ২ প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনি, জাকের পার্টি মনোনীত প্রার্থী আহসানুল হক আকন্দ এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০