শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাদিসুর রহমান শোভার উপর মাদকসেবী ও সন্ত্রাসী আরাফাত কর্তৃক ২০ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টায় হামলা করে। পরে ওই সকাল ১১টায় হামলার প্রতিবাদে হাসপাতাল চত্বরে মানববন্ধন করেছে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
জেলা সদর হাসপাতালের পরিচালক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ খাইরুল কবীর সুমন প্রমুখ।
এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, নারায়ণপুর মহল্লার বাসিন্দা চিহ্নিত মাদকসেবী আরাফাত হাসপাতাল অভ্যন্তরে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। এসব ঘটনায় ইতিপূর্বে পুলিশ তাকে গ্রেফতার করে ছিল এবং জেল হাজতবাসের পর আবারো হাসপাতালে গিয়ে কর্মচারীদের কাছে চাঁদা দাবী করায় ওয়ার্ড মাস্টার হাদিসুর রহমান শোভা বাধা দিলে এরই এক পর্যায়ে সুযোগ বুঝে বৃহস্পতিবার সকালে আরাফাত হাসপাতাল অভ্যন্তরে গিয়ে শোভার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এব্যাপারে শেরপুর সদর থানার মামলা দায়ের করা হয়েছে।
হামিদুর/দেশবার্তা