কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক ও চালক শেরপুর জেলা শাখা সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৭ দফা দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ও ঢাকা মহানগর এ্যাম্বুলেন্স মালিক সমিতি, শেরপুর জেলা এ্যাম্বুলেন্স মালিক ও চালক আয়োজনে ৭ দফার দাবীতে জেলায় কর্মরত এ্যাম্বুলেন্স চালকগণ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এসময় মালিক ও চালকদের দাবি সমূহে তারা বলেন, সেবাখাতে এ্যাম্বুলেন্সের প্রাইভেটকারের আয়কর (ইজঞঅ) কর্তৃক (অওঞ) দেয়া চলবে না, এ্যাম্বুলেন্সে জাতীয় নীতিমালা, টোল ফ্রি বাস্তবায়ন, হাসপাতাল সমূহে পাকিং সুবিধা, রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাস সরবরাহ এবং সড়কে হয়রানীমুক্ত পথ চলতে পারে এসব দাবীতে তারা স্লোগান দেয়।
এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনের সভাপতি মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক মো. ইমান আলী পেরী, সহ-সভাপতি বাবুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনসহ মালিক ও চালকগণ উপস্থিত ছিলেন।
হামিদুর/দেশবার্তা