যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশে প্রথমবারের মতো চালু করেছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট। জাতির পিতার নামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শেরপুর জেলা পর্যায়ের খেলা ৮ জুন বৃহস্পতিবার শুরু হয়েছে। বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। উদ্বোধনী খেলায় নকলা’র সরকারি হাজী জালমামুদ কলেজ ১-০ গোলে শেরপুর সদরের বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। খেলায় প্রথমার্ধ গোলশূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের মাথায় হাজী জালমামুদ কলেজের উইংগার হামজা জয়সূচক গোলটি করেন। গোল করার উচ্ছ্বাসে গায়ের জার্সি খোলে উল্লাস করায় খেলার একমাত্র হলুদকার্ডটিও দেখেন গোলদাতা হামজা। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নকলার সরকারি হাজী জালমামুদ কলেজের ফুটবলাররা। খেলাটি পরিচালনা করেন সিনিয়র রেফারী মজিবুর রহমান। তার সাথে সহকারি ছিলেন গোলাম শাহরিয়ার রবীন ও খুররম। চতুর্থ রেফারীর দায়িত্ব পালন করেন মঞ্জুরুল আহসান। খেলা শুরুর আগে প্রধান অতিথি ও অতিথিরা উভয়দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার। এসময় সদর ইউএনও মেহনাজ ফেরদৌস, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২’-এর শেরপুর জেলায় কলেজ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১২টি দল নকআউট ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করছে। জেলার চ্যাম্পিয়ন ও রানারআপ দল দু’টি বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।
হামিদুর/দেশবার্তা