দেশের বিভিন্ন জেলার সাথে শেরপুর জেলার সদরসহ অন্যান্য স্থানে বয়ে যাওয়া কাল বৈশাখীর তান্ডবে আংশিক ক্ষয়খতি হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর জেলার বিভিন্নস্থানে বৃষ্টির পর হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং সেই সাথে মুষলধারে আবারো বৃষ্টি শুরু হয়। এতে করে গাছপালা এবং কাঁচা বসতঘর ক্ষতি সাধিত হয়েছে।
এসময় কালবৈশাখীর তান্ডবে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায় এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ না থাকায় ভূতুরে পরিস্থিতির মধ্যে মানুষ বাড়ীঘরে থাকতে হয়। ঝড়ে আম, লিচু, কলা, ভুট্টা ও সবজি বাগানের আংশিক ক্ষতি সাধিত হয়েছে। সেই সাথে বাড়ী ঘরের বিদ্যুৎ সংযোগ ছিরে যায় রাস্তায় গাছপালা পড়ে ক্ষয়খতি হয়েছে। এদিকে প্রান্তিক কৃষকের বোরো ধান ঘরে উঠে যাওয়ায় কৃষক সমাজ দুঃচিন্তায় না থাকলেও সবজি আবাদকারী কৃষকদের আংশিক ক্ষতি হয়েছে।
এদিকে কালবৈশাখীর তান্ডব সম্পর্কে সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, কালবৈশাখী ঝড়ে তেমন কোন বড় ধরনের ক্ষয়খতি হয়নি। এছাড়াও কৃষি বিভাগ আম, লিচু ফল সহ উঠতি ফসল ও সবজি বাগানের ক্ষয়খতির পরিমাণ নিরূপন করছেন।
হামিদুর/দেশবার্তা