পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ঝগড়ার চর বাজারে উপজেলা প্রশাসন, শেরপুর ভোক্তা অধিদপ্তর ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুসের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আরিফুল ইসলাম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম মাসুদর রহমান, র্যাব-১৪ এর কর্মকর্তা সহ সঙ্গীয় ফোর্স। এসময় পঁচা বাসি খাবার, মেয়াদ উত্তীর্ণ মালামাল, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন করায় হোটেল, বেকারী, মুদি দোকান ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও প্রত্যেক দোকানে মূল্য টানানোর নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস জানান, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, তকদির হোটেল থেকে ২ হাজার ৫ শত টাকা, নাবিল মিষ্টান্ন ভান্ডার থেকে ১ হাজার ৫ শত টাকা, মমিন সালমা বেকারী থেকে ৭ হাজার ৫ শত টাকা, গোশতের দোকান থেকে ১ হাজার ৫ শত টাকা ও মুদি দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তাসলিম কবির বাবু/দেশবার্তা