শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় জাতীয় পতাকার আদলে ধানের মাঠ গড়ার শখ ছিল ব্যবসায়ী রণঞ্জিৎ সাহার। কিন্তু লাল রঙের ধান গাছ হয় না। তাই সেই শখ পূরণ হয়নি। কিন্তু সে হার মানেননি। জাতীয় পতাকার মাঝের বৃত্ত তিনি ভরাট করেছেন বেগুনি রঙের এক ধরনের ধান গাছ দিয়ে। প্রথমে চারপাশে বেগুনি রঙয়ের ধান দিয়ে বর্ডার তৈরি করেছেন। এরপর ভেতরে সবুজ আর মাঝে সেই বেগুনি রঙের ধানের চারা দিয়ে জাতীয় পতাকার আদলে একটি ধানক্ষেত তৈরি করেছেন। তবে সামনে থেকে বেগুনি রঙটা বোঝা গেলেও, দূর থেকে সবুজের বুকে কখনো কখনো লাল মনে হচ্ছে। অনেকটাই আমাদের দেশের জাতীয় পতাকার মতো। শেরপুরের নালিতাবাড়ীর রুপনারায়ণকুড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষি খামারে এই ব্যতিক্রমী কাজটি করেছেন কৃষক রণঞ্জিৎ সাহা।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির বলেন, আমরা জাতীয় পতাকার আদলে চাষকরা ওই ধানক্ষেতের কৃষককে সার্বিক পরামর্শ ও সহযোগিতা করে আসছি। ধানক্ষেতে জাতীয় পতাকা দেখতে সেলফি ও ছবি তুলতে দুর-দুরান্ত থেকে নারী-পুরুষ দর্শনার্থীদের প্রতিদিনই ভীড় করতে দেখা গেছে।
আমিরুল ইসলাম/দেশবার্তা