শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে শেরপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে অবস্থিত শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রেখে ২৪ নভেম্বর বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে স্মার্ট ল্যাবে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন দুইজন। আহতরা হলেন- নিরাপত্তা প্রহরী লুৎফর রহমান ও প্রহরী দেলোয়ার হোসেন।
এব্যাপারে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর আরেফ রব্বানী জানান, রাতে ৫/৬ জনের একটি চোর দল নিচতলার গ্রিল কেটে দুইজন নিরাপত্তা প্রহরীকে মারধর করে বেঁধে রাখে। পরে তারা দোতলার স্মার্ট ল্যাবের ৩০টি কম্পিউটারের র্যাম, মাদার বোর্ড ও হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায়।
এদিকে বৃহস্পতিবার ভোরে আহতদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে স্মার্ট ল্যাব পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে। হাসপাতালে আহতদের কাছ থেকে তথ্য নিয়ে চুরির রহস্য উদঘাটন করা হবে।
হামিদুর/দেশবার্তা