ঢাকাWednesday , 19 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার

শেরপুরে ল্যাঙ্গুয়েজ ক্যাফেতে পাঠাগার উদ্বোধন

admin
October 19, 2022 6:41 am
Link Copied!

শেরপুরে ইংরেজী ভাষা শিক্ষা কেন্দ্র “ল্যাঙ্গুয়েজ ক্যাফে” তে ইংরেজী ভাষা শিক্ষা সহায়ক বইয়ের পাঠাগার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শহরের খরমপুরস্থ ল্যাঙ্গুয়েজ ক্যাফে সেন্টারে এ পাঠগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক কবি রফিক মজিদ।

এসময় ল্যাঙ্গুয়েজ ক্যাফের পরিচালক রাকিব হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ‘ওরাকল বিসিএস’ শেরপুর শাখার পরিচালক মো. ইউনুস আলী, সাংবাদিক জাহিদ হাসান খোকন, সাংবাদিক শাহিনুর পনির প্রমুখ।

প্রধান অতিথি রফিক মজিদ তার বক্তব্যে বলেন, আমরা গাঙচিলের পক্ষ থেকে কাগজের বই পড়ায় আগ্রহ স্মৃষ্টি করার লক্ষে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। এনড্রয়ের যুগে কাগজের বই প্রায় হারিয়েই যাচ্ছে। নিজেকে সমৃদ্ধি করতে ও জ্ঞান অর্জনে কাগজের বইয়ের পাশপাশি প্রিন্ট ভার্সন বিভিন্ন পত্রিকা পাঠের অনেক গুরুত্ব রয়েছে। এছাড়া স্বাস্থ্য ঝুকি কমাতে এনড্রয়েড ফোন ও ল্যাপটবের পাশপাশি কাগজের বই পড়ার বিকল্প নেই। আমাদের আগামী প্রজন্মকেও কাগজের বইয়ের প্রতি আগ্রহ স্মৃষ্টি করতে নিজেদের ঘর থেকেই কাগজের বই পাঠ শুরু করতে হবে।

প্রাথমিক ভাবে এ পাঠাগারটি ইংরেজী ভাষা সহায়ক প্রায় ২০ টি বই দিয়ে উদ্বোধন করা হয়। পরবর্তীতে আরো বই রাখা হবে এবং এ ক্যাফের শিক্ষার্থীরা তাদের একাডেমী পড়াশোনার পাশাপাশি ইংরেজী ভাষায় আরো দক্ষ হতে এসব বই ৩ থেকে সর্বোচ্চ ৭ দিনের জন্য বাড়িতে নিয়ে পড়ে আবার তা পাঠাগারে ফেরত দিবে।

নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে ইংরেজী বিভাগ থেকে পড়ালেখা শেষ করে নিজ জেলায় প্রতিষ্ঠা করা ‘ল্যাঙ্গুয়েজ ক্যাফ’র পরিচালক রাকিব হাসান জানায়, ইংরেজী শুধু একটি ক্লাসের সাবেজেক্টই নয়, এটি একটি ভাষাও। তাই নিজেদের শিক্ষা ও কর্মক্ষেত্রে দক্ষতা তৈরী করতে এবং একটি সমৃদ্ধিশীল দেশ গঠনে ইংরেজী ভাষার বিকল্প নেই। তাই তিনি তার এ ইংরেজী ভাষা শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের এ ইংরেজী ভাষায় দক্ষ হতে সহায়ক বিভিন্ন বই নিয়ে এ লাইব্রেরী গড়ে তোলার পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে প্রাথমিক ভাবে আজ এ পাঠগার উদ্বোধন করা হলো। পরবর্তীতে এর পরিধি বা বইয়ের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলেও তিনি জানায়।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০