ঢাকাSunday , 18 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্রে মোটেল নির্মাণের স্থান পরিদর্শন

admin
September 18, 2022 7:13 am
Link Copied!

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী ও রাংটিয়া মোড় এলাকায় পর্যটন মোটেল নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে গজনীর পর্যটন কেন্দ্র ও রাংটিয়া ফরেস্ট অফিসের সামনের মোড় এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, টুরিস্ট বোর্ডের উপসচিব মো. জাবেদ আহমেদ, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, বন বিভাগের এসিএফ আবু ইউসুফ ও শরিফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৩ থেকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনীতে ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে পর্যটন কেন্দ্র চালু করা হয়। সৌন্দর্য্য উপভোগ করার জন্য প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে এ পর্যটন কেন্দ্রে। তাই এ পর্যটন কেন্দ্রকে আরও সৌন্দর্য্য ও দেশ-বিদেশ থেকে পর্যটকদের ভ্রমণ ও নিরাপত্তার সুবিধার্থে পর্যটন মোটেল ও টুরিস্ট পুলিশ জোন নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে এর স্থান পরিদর্শন করলেন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্থাপনার সৌন্দর্য্য দেখে তিনি মনোমুগ্ধ হন।

হারুন অর রশিদ দুদু/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০