ঢাকাThursday , 8 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার

শেরপুরের মেয়ে নারী ক্রিকেটার জ্যোতি পাচ্ছেন ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’

admin
September 8, 2022 11:40 am
Link Copied!

শেরপুর জেলা শহরের পৌরসভার রাজবল্লভপুর মহল্লার বাসিন্দা মো. সিরাজুল হকের মেয়ে দেশ বরেণ্য নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি আগামী রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্রীড়া ক্যাটাগরিতে পাচ্ছেন ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’-২০২২।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারাদেশে পাঁচটি ক্যাটাগরিতে ১১ জনকে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ নির্বাচিত করা হয়। তাদের মধ্যে তিন জনকে ক্রীড়া, কলা (চারু ও কারু) ও সংস্কৃতিতে উল্লেখ্যযোগ্য অবদানের জন্য বোরবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দিবেন।

ওই তিন জনের মধ্যে একমাত্র নারী ক্রিকেটার হিসেবে শেরপুরের মেয়ে দেশ বরেণ্য নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। তার এ সম্মান শেরপুর জেলাবাসীর জন্য বয়ে আনবে এক গৌরব ও উজ্জল দৃষ্টান্ত।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০