শেরপুর জেলার নকলা উপজেলায় বীজতলা থেকে ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে ওই ঘটনাটি ঘটে। রফিকুল ইসলাম হাসনখিলা গ্রামের মনেজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে তার বাড়ির পাশে নিজের বীজতলা থেকে আমন ধানের চারা তুলতে যায়। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড় ছিলো। হঠাৎ বজ্রপাতে আহত হয়ে মাটিতে পড়ে যায় রফিকুল ইসলাম। পরে আত্মীয়-স্বজনরা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোশারফ হোসাইন/দেশবার্তা