ঢাকাMonday , 5 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার

শেরপুরে ডিএসএ’র দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে শাকিল চ্যাম্পিয়ন

admin
September 5, 2022 11:53 am
Link Copied!

শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় শুরু হওয়া ডিএসএ দাবা প্রতিযোগিতার বাছাই পর্বে (প্রিলিমিনারী স্টেজ) চ্যাম্পিয়ন হয়েছেন শেরপুর ডিস্ট্রিক্ট চেস কমিউনিটির শাকিল আহমেদ। তিনি ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতির খেলায় ৫ জয় ২ ড্র করে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। শাকিল সহ বাছাই পর্ব থেকে চুড়ান্ত পর্বে উন্নীত হয়েছেন আরও ৬ জন।

ক্রমানুসারে তারা হলেন- ডা. আবিদ হাসান অন্তর (সাড়ে ৫ পয়েন্ট), নকলার সোহেল রানা (সাড়ে ৫ পয়েন্ট), শেরপুর দাবা ক্লাবের ক্ষুদে দাবাড়ু সামিউর রহমান রিয়ান (৫ পয়েন্ট), নকলার টিটো মিয়া (৫ পয়েন্ট), মুন্সীরচর এলাকার উসমান গণি (৫ পয়েন্ট) এবং হামিদুল ইসলাম (৫ পয়েন্ট)। খেলায় মোট ৮ জন খেলোয়াড় ৫ পয়েন্ট করে পেলেও টাইব্রেকিংয়ে উল্লেখিত ৪ জন ফাইনাল স্টেজ বা চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তন ভেন্যুতে ৪ সেপ্টেম্বর রবিবার রাতে বাছাইপর্বের শেষ ২ রাউন্ডের খেলা শেষ হয়। বাছাইপর্বে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল জানান, আগামী ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকা থেকে একই ভেন্যুতে ফাইনাল স্টেজ বা চুড়ান্তপর্বের খেলা অনুষ্ঠিত হবে। চুড়ান্ত পর্বে গত আসরের পয়েন্ট তালিকার ‘টপ ফাইভ’ (প্রথম ৫ জন) এবং বাছাইপবে থেকে উন্নীত ৭ জন সহ ১২ জনকে নিয়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে। গত আসর থেকে ফাইনাল পর্বে উন্নীতরা হলেন-বর্তমান চ্যাম্পিয়ন মো. আ. রউফ আজিজ, রানারআপ মো. শাহজাহান, পয়েন্টক্রম অনুসারে নকলার মোহাম্মদ আমিরুল ইসলাম, শেরপুর দাবা ক্লাবের মো. আতিকর রহমান স্বপন ও নকলার মো. সজীব মিয়া।

ডিএসএ দাবা প্রতিযোগিতায় চূড়ান্তপর্বের চ্যাম্পিয়ন ও রানারআপকে ট্রফি, নগদ প্রাইজমানি, সনদপত্র ও মেডেল প্রদান করা হবে। এছাড়া ৩য় থেকে ৫ম স্থান পর্যন্ত খেলোয়াড়দের প্রাইজমানি ও সনদপত্র এবং বিশেষ বয়সী খেলোয়াড় এবং তৃণমুলে দাবা উন্নয়নে অবদান রাখা একজন খেলোয়াড়/সংগঠককে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। ডিএসএ দাবা প্রতিযোগিতা-২০২২ শেষ হওয়ার পর পরই শুরু হবে স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা। এতে জেলার ৯টি স্কুলের ২৯ জন ক্ষুদে দাবাড়ু ইতোমধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন  করেছে।

শেরপুর ডিএসএ’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত জানান, ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশীপে বাছাইপর্বে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবেন। এছাড়া স্কুল দাবা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হয়ে থাকে। এবার দাবা প্রতিযোগিতা বেশ জমজমাটভাবে এগিয়ে চলছে।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০