শেরপুরে বুধবার (১০ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় আকস্মিক পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবির।
এর আগে অতিরিক্ত ডিআইজি’কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। পরে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল অতিরিক্ত ডিআইজি’কে “গার্ড অব অনার” প্রদান করেন।
অপরদিকে একইদিন সদর সার্কেল অফিস পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি। এসময় অতিরিক্ত ডিআইজি’কে ফুলেল শুভেচছা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া। পরে অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র, দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ ও সদর সার্কেল অফিস কম্পাউন্ড সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোর্ট ইন্সপেক্টর খন্দকার মোঃ শহীদুল হক, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ হোসেন, সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হামিদুর/দেশবার্তা