ঢাকাWednesday , 27 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানীকে জরিমানা

admin
July 27, 2022 8:03 am
Link Copied!

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রুবেল আহম্মেদ এর নেতৃত্বে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরের রঘুনাথ বাজার ও পুরাতন গরুহাটিতে অভিযান চালায়। এসময় ৩টি দোকানে ভোক্তা অধিকার আইনে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

জানা গেছে, শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার অনন্ত স্টোরে পণ্যতে বিক্রয় মূল্যে না থাকায় এবং অধিক মূল্য ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪০ ধারায় দোষী সাব্যস্থ করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকার জিএম এন্টারপ্রাইজে একই ধারায় ৩ হাজার টাকা জরিমানা করে।

অপরদিকে একই দিন শহরের পুরাতন গরুহাটি এলাকায় সততা ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালায়। এসময় ওই ইলেকট্রনিক্স  দোকানের মালামালে বিক্রয় মূল্য না থাকায় একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে দণ্ডিত দোকান মালিকগণ তাদের জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন বলে সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারি পরিচালক মো. রুবেল আহম্মেদ।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০