ঢাকাMonday , 4 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

admin
July 4, 2022 3:57 am
Link Copied!

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুরুল ইসলাম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার চাচা আনোয়ার হোসেন।

রোববার (৩ জুলাই) সকালে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ওই গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার আহত চাচা চরশেরপুর নয়াপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে আমনের বীজতলার জন্য সেচ দিতে যান মঞ্জুরুল ও তার চাচা আনোয়ার। সেচের মোটরের বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে মঞ্জুরুল সেটি ঠিক করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তাকে ছাড়াতে গিয়ে আহত হন আনোয়ার হোসেন। পরে তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

মঞ্জুরুলের বাবা মনু মিয়া বলেন, ‘আমার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মঞ্জুরুল সবার ছোট। আমার একমাত্র ছেলে মারা গেল, এডা আমি কী কইরা সমু।’ এসময় ছেলের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের দাবিও জানান তিনি। খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া বলেন, ‘মরদেহ বাড়িতেই রয়েছে। আমরা বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি।’

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০