শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ৩৬ বোতল ভারতীয় মদ সহ সজীব মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবক নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের মৃত. নুর হোসেনের ছেলে। সোমবার (২৭ জুন) রাত ১১টার দিকে তাকে ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা মেইন গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নিদের্শনায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ব্যাটারী চালিত একটি অটোরিক্সা থেকে ৩৬ বোতল ভারতীয় মদসহ সজীব মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ২৪ বোতল ম্যাকডোনাল, ১২ বোতল বিয়ার (কিং ফিসার)। যুবক সজীব মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, ২৮ জুন মঙ্গলবার দুপুরে সজীব মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।
হারুন অর রশিদ দুদু/দেশবার্তা