ঢাকাWednesday , 22 June 2022
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আইটি বিশ্ব
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. খেলা
 7. চাকরি চাই
 8. পর্যটন
 9. বিজ্ঞান-প্রযুক্তি
 10. বিনোদন
 11. মতামত
 12. রাজনীতি
 13. লাইফ স্টাইল
 14. শিক্ষাঙ্গন
 15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ হাই-টেক পার্ক হবে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের নতুন ঠিকানা : আইসিটি প্রতিমন্ত্রী

admin
June 22, 2022 12:27 pm
Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ময়মনসিংহ হাই-টেক পার্ক হবে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের নতুন ঠিকানা। তিনি বলেন, এটি চালু হলে এলাকার তরুণদের চাকরির জন্য ঢাকা কিংবা বিদেশমূখী হতে হবে না।
আইসিটি প্রতিমন্ত্রী আজ বুধবার ময়মনসিংহের সদর উপজেলার কিসমত রহমতপুরে ‘ময়মনসিংহ আইটি হাই-টেক পার্ক’র ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

চতুর্থ শিল্প-বিপ্লব মোকাবিলায় অগ্রসরমান প্রযুক্তি নিয়ে গবেষণার লক্ষ্যে দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, এসব ল্যাব শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান-নির্ভর ও উন্নত অর্থনীতির স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এর আগে প্রতিমন্ত্রী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কিসমত রহমতপুরে ‘ময়মনসিংহ আইটি হাই-টেক পার্ক’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অন্যান্যের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম মনিরা সুলতানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম  জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরের দিকে এক সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়, ভারত সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন জেলা পর্যায়ে আইটি-হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ময়মনসিংহে ৭ একর জায়গার ওপর ১৫৩ কোটি টাকা ব্যয়ে এ হাই-টেক পার্কটি নির্মিত হতে যাচ্ছে। প্রতি তলায় ১৫ হাজার বর্গফুট বিশিষ্ট ৭ তলা ভবন এবং সিনেপ্লেক্স নির্মিত হবে। আগামী দুই বছরের মধ্যে পার্কের নির্মাণ কাজ শেষ হবে। পার্কটি চালু হলে প্রতিবছর ১ হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণ নিতে পারবে এবং ৩ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সূত্র : বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০