র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলাতে ১৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৩৫) নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর-নালিতাবাড়ী বাইপাস মোড় সংলগ্ন জনৈক মো. আল আমিনের মোটরসাইকেল গ্যারেজ সম্মুখ পাঁকা সড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে আটক করে। পরে তার কাছে রক্ষিত ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা।
এঘটনায় জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন আমদানী নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সংগ্রহ করে শেরপুর জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র্যাব-১৪ পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হামিদুর/দেশবার্তা