শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৫নং গোশাইপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মে) বিকেলে গোশাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব বিল্লাল হোসাইন। এর আগে বাজেট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ মতিন, প্রিপ ট্রাস্ট প্রকল্পের মনিটরিং অফিসার মকবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল হান্নান, সাজু মিয়া, আঞ্জুয়ারা বেগম, শিখা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সময়ে এই ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, কিন্তু এবার সবার অংশগ্রহণে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।
এসময় ওই ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ও এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের তথ্য মতে, বার্ষিক ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ১ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ৫১৫ টাকা এবং ব্যয় ১ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৬২৬ টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।
তাসলিম কবির বাবু/দেশবার্তা