ঢাকাMonday , 30 May 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

রুশ হুমকি মোকাবেলায় সামরিক বাহিনীর আধুনিকায়নে ১০৭ বিলিয়ন ডলার বরাদ্দে সম্মত জার্মানি

admin
May 30, 2022 11:54 am
Link Copied!

জার্মান সরকার ও বিরোধী দল রাশিয়ার হুমকি মোকাবেলায় দেশটির সামরিক বাহিনীর আধুনিকায়নে একটি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। চুক্তিটির আওতায় তারা সামরিক বাহিনীকে একশ’ বিলিয়ন ইউরো (১০৭ বিলিয়ন ডলার) বরাদ্দ দেবে। খবর এএফপি’র।

সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য বিশেষ তহবিল বরাদ্দ দেওয়ার ব্যাপারে রোববার রাতে এই চুক্তি করা হয়। এর ফলে প্রতিরক্ষা খাতে জিডিপি’র দুই শতাংশ ব্যয়ের ন্যাটোর লক্ষ্য অর্জনে বার্লিনকে সুযোগ করে দেবে।

এ দুই গ্রুপের প্রতিনিধিরা এএফপি’কে বলেন, শাসক জোট ও রক্ষণশীল দলের সাবেক চান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার এক সপ্তাহ পর এ চুক্তি করা হয়।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন অভিযানের তিন দিন পর চ্যান্সেলর ওলফ সলৎজ আগামী কয়েক বছরে জার্মান সামরিক বাহিনীকে নতুন করে অস্ত্রসজ্জিত করতে এবং তাদের সেকেলে সামরিক অস্ত্রের আধুনিকায়নে একশ’ বিলিয়ন ইউরোর বিশেষ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তবে সমালোচকরা কিয়েভের প্রতি স্কলজের দৃঢ় অবস্থানের ঘাটতির এবং অস্ত্র সরবরাহের ক্ষেত্রে বলিষ্ট পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার জন্য তার সমালোচনা করেন।

এএফপি’র হাতে আসা এ চুক্তিপত্র অনুযায়ী, এর ফলে বার্লিন ‘বিগত কয়েক বছরের গড় হিসাবে’ প্রতিরক্ষা খাতে জিডিপির দুই শতাংশ ব্যয়ের ন্যাটোর লক্ষ্য অর্জনের সুযোগ পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০