“সময়মত ইউনিয়ন কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে বুধবার দুপুর ১২টায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলীর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট পাঠ করেন ইউপি সচিব আলহাজ্ব মো. হযরত আলী। এতে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ওই ইউনিয়ন পরিষদের জন্য ১ কোটি ৬৮ লক্ষ ৪৯ হাজার ১৬০ টাকা বাজেট ঘোষনা করা হয়।
এসময় ইউপি সচিব আলহাজ্ব মো. হযরত আলীর সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী সমাপনী বক্তব্যেয় বলেন, তিনি পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম দফায় ও দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর নিজস্ব অর্থায়নে ইউপি ভবনের জমি ক্রয় করে সেখানে সরকারি অর্থায়নে ইউপি ভবন নির্মাণ করেছেন। সেই সাথে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অনেক পাঁকা সড়ক নির্মাণ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারী প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও বয়স্ক ভাতা শতভাগের আওতায় এনেছেন। তিনি আরো বলেন, পাকুড়িয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়তে উপস্থিত সকল পেশাজীবী মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফ এর ফিল্ড টিম লিডার সুব্রত পাল, বাদাতেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক জিএইচ হান্নান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহমুদা বেগম, ইউপি সদস্য মো. আরিফ হোসেন প্রমুখ।
এসময় ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকলেই ঘোষিত বাজেটের বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যানের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
হামিদুর/দেশবার্তা