শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২২ চলাকালীন সময়ে ১ কোটি ১০ লাখ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সহকারি কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।
জয়নাল আবেদীন ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকে ভূমি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পুরো ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করা হয়। সেই সাথে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা নিষ্কন্টক রাখতে তিনি ভূমি মালিকদের নিকট ব্যাপক প্রচার-প্রচারণাসহ বিভিন্ন সহজিকরণ প্রদক্ষেপ নেন। এরই অংশ হিসেবে ভূমি সেবা সপ্তাহ-২০২২ চলাকালীন সময়ে সরকারের রাজস্ব আদায়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তিনি গত ১০ মে ২০২০ সালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঝিনাইগাতী উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সাথে ছিল তার আন্তরিকতা ও আধুনিক ভূমি সেবা। তিনি দীর্ঘ ২ বছর সফলতার সাথে ঝিনাইগাতী বাসীকে ভূমি সেবাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য সেবা দিয়েছেন। এতে তিনি বেশ কিছু সম্মাননা ক্রেস্ট প্রাপ্তিসহ প্রশংসীত হয়েছেন। জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে জয়নাল আবেদীন ঝিনাইগাতী উপজেলা থেকে বদলি হয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে যোগদান করবেন।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময়ে বন বিভাগসহ অন্যান্য ভূমির মালিক দীর্ঘদিন যাবত বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন।
হারুন অর রশিদ দুদু/দেশবার্তা