ঢাকাSaturday , 30 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে খোলা আকাশের নিচে তিনটি গারো পরিবার

admin
April 30, 2022 3:56 am
Link Copied!

শেরপুর জেলার ভারতীয় সীমান্তঘেঁষা নালিতাবাড়ী উপজেলার পানিহাটা বিশপ পল্লীতে ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে গারো পরিবারের তিনটি বসতঘর। চারদিন ধরে খোলা আকাশের নিচে বাস করছে ওই পরিবার গুলো।

ভুক্তভোগীরা জানায়, হাতি আতংকে রাত কাটে পানিহাটার বিশপপল্লীতে বসবাসকারী গারো পরিবার গুলোর। এর সাথে যুক্ত হয়েছে তিনটি পরিবারে ঝড় তুফান আতংক। বর্নালী স্নাল (৩৫), সৃজনী মারাক (২০), মদিন চিরান (৮০) দিন মজুরী করে সংসার চালায়। কোনো রকমে চলে তাদের সংসার। অভাব তাদের ঘর ছাড়েনা। প্রায় ১২/১৩ বছর আগে কারিতাস এনজিও ও পানিহাটা মিশন থেকে পেয়েছিল তারা এই ঘর। গত ২৬ এপ্রিল হঠাৎ ঝড়ে উড়িয়ে নিয়ে যায় বর্নালী ও সৃজনীর ঘরের চাল। সেই সাথে মদিনের ঘরের একাংশের চাল উড়ে যায়। মহা বিপাকে পড়ে পরিবার গুলো। আশ্রয় নিয়েছে গাছের নিচে। অসহায় এই পরিবার গুলোর ঘর মেরামত বা নির্মাণ করার মতো আর্থিক ক্ষমতা নেই তাদের। তাই চারদিন ধরে গাছের নিচে খোলা আকাশের নিচে বাস করছে তারা।

সাবেক গ্রাম প্রধান প্রবীন জোসেফ সাংমা (৮০) জানান, হাতি আতংকতো আছেই। অপরদিকে ঝড়-বৃষ্টির আশংকা। আশংকা দুটি বুকে ধারণ করে নির্ঘুম রাত কাটাচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এই তিনটি গারো পরিবার। তাই সরকারের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।

মঞ্জুরুল আহসান/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০