ঢাকাWednesday , 20 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. চাকরি চাই
  8. পর্যটন
  9. বিজ্ঞান-প্রযুক্তি
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফ স্টাইল
  14. শিক্ষাঙ্গন
  15. সাক্ষাৎকার
 
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নিয়মরক্ষার ম্যাচে আইডিয়ালকে ৭ উইকেটে হারালো ভিক্টোরিয়া একাডেমী

admin
April 20, 2022 11:22 am
Link Copied!

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের নিয়মরক্ষার ম্যাচে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলকে ৭ উইকেটে হারিয়ে শান্তনার জয় পেয়েছে সরকারি ভিক্টোরিয়া একাডেমী। মঙ্গলবার (১৯ এপ্রিল) স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে আগেই ফাইনাল নিশ্চিত করা আইডিয়ালের কোন ক্ষতি না হলেও জয়ের ধারায় ছেদ পড়েছে। পক্ষান্তরে এবার দুই ম্যাচ হারার পর প্রথম জয়ের মুখ দেখলো গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া।

আগের রাতে বৃষ্টির কারণে মাঠের জমে থাকা পানি সরিয়ে খেলা শুরু করতে দুপুর হয়ে যায়। যে কারণে ৫০ ওভারের স্থলে খেলাটি কার্টেল ওভারে ২৫ ওভারে নির্ধারণ করেন আম্পায়াররা। টস জিতে ব্যাট করতে নেমে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল পুরো ইনিংস ব্যাট করে ৯ উইকেটে ১১৫ রান তুলেন। আইডিয়ালের ওপেনার রোশান ‘ক্যারিং থ্রু দ্যা উইকেটে’ ২৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া এক ছক্কা ৩ চারে অলরাউন্ডার তৌহিদ ৩৬ এবং আরেক ওপেনার অনিক ১৬ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ৩০ রান। ভিক্টোরিয়ার মিডিয়াম পেসার রওনক ১ ওভার বল করে ৯ রানে নেন ৩ উইকেট। জবাবে ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সরকারি বিক্টোরিয়া একাডেমীর ব্যাটাররা শুরু থেকেই মারমুখি হয়ে ওঠে। ওপেনার সাদ ৪ চারে ২৯ রান, তুষার ৫ চারে ২৩ রান এবং থ্রি ডাউনে নামা জিসান ৪ চারে ১৮ রানে অপরাজিত থাকেন। মি. এক্সট্রা থেকে আসে ২৬ রান। মাত্র ১৮.৩ ওভারে ১১৯ রান তুলে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়ানরা। এ ম্যাচরে জয়-পরাজয় টেবিল টপারের কোন হেরফের না ঘটালেও ভিক্টোরিয়া একডেমীকে যেমন শুন্যহাতে বিদায় নিতে হলো না, তেমনি আইডিয়ালের অপরাজিত থাকার রেকর্ডও হলো না। জেলায় এবার শহরের ৪টি স্কুল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টের শীর্ষ দুই দল আইডিয়াল প্রিপারেটরিী এন্ড হাইস্কুল বনাম জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় আগামী ২১ এপ্রিল ফাইনালে খেলবে।

সংক্ষিপ্ত স্কোর : আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল-১১৫/৯, ২৫ ওভার (তাওহিদ ৩৬, রোসান ২৯*, অনিক ১৬, অতি: ৩০, রওনক ৩/৯)। সরকারি ভেক্টোরিয়া একাডেমী-১১৯/৩, ১৮.৩ ওভার (সাদ ২৯, তুষার ২৩, জিসান ১৮, অতি: ২৬, শিশির ১/১৪)। সরকারি ভিক্টোরিয়া একাডেমী ৭ উইকেটে জয়ী।

হামিদুর/দেশবার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০